আলোকিত হও, হে সন্তান আমার;
অলসতা দূরে ঠেলে জেগে ওঠো আবার।
দশ দিগন্তে ছড়িয়ে পড়ো জ্ঞান অন্বেষণে,
নিজেকে বিলিয়ে দাও মানবতার কল্যাণে।
জীবন যোদ্ধার ছেলে তুমি, চিত্তে রেখো না ভয়;
সফল জীবন গড়তে হবে, রেখো মনে এই প্রত্যয়।
সত্য পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে,
পরিশ্রম করে সুন্দর জীবন গড়তে হবে তোমায়;
পৃথিবীর সকল সন্তান সুখে থাক, পিতার মন এই শুধু চায়।
জেনে রেখো-
‘মা-বাবা আর শিক্ষকের কথা মান্য হয় যেথা,
কোন কিছুর অপূর্ণতা আর থাকেনা তো সেথা।’
হিত উপদেশ যতো আছে ধরায়,
মা-বাবা আর শিক্ষক যা দিয়েছেন তোমায়,
মেনে চললে সে সব তুমি,
একদিন সগৌরবে মাথা উচুঁ করে দাঁড়াবে তুমি।
অবহেলা করে উদাস হয়ে কাটিও না সময় আর,
লেখাপড়া করে বুদ্ধিদীপ্ত হও, সারা জীবন সুখেই কাটবে তোমার।
অধ্যবসায়ী হও, ওয়াদা পালন কর, ধৈর্য ধরো সকল কাজে;
সকল গুণে গুণান্বিত হয়ে বেঁচে থাকো সবার মাঝে।
ভালবাসো সবাইকে, শ্রদ্ধাশীল হও গুরুজনে,
পিতার আশীর্বাদ থাকুক সারা জীবন তোমার সনে।
সফল হতে এই কবিতার সকল কথা, মনে রেখো তুমি সদা,
বাধা বিপত্তি যতোই আসুক মনে রেখো বাবার কথা।