পাতিনেতা
মোঃ জাকির হোসেন জয়

ধামাধরা আর চাপামারা পাতি নেতাদের কাজ,
নেতাদের তোষামোদ করে চলে এরা হয় না কভু লাজ।
হাম-তাম করে মিথ্যা আশ্বাসের ছোড়ে ফুলঝুড়ি,
এধারসের মাল ওধারসে করেতে এদের নেই তো কোন জুড়ি।

এরা সাদাকে কালো, কালোকে সাদা করে কৌশলে,
এদের দেখা এখন পাবে রে ভাই জলে ও স্থলে।
কথায় এদের জাদুমাখা অন্তরে হেমলক বিষ,
সর্বস্বান্ত করবে তোমায় যদি সুযোগ দিস।

নেতার নাম ভাঙ্গিয়ে যেথা সেথা চলে পাতি নেতা,
ফাঁকা বুলি ছোড়ে ওরা পেলে জনতা।
দুর্নীতি আর প্রতারণায় এদের জুড়ি নেই,
সুপথে এদের যতোই ডাকো এরা যেই সেই।

***************
রচনাকালঃ ১৭/০৭/২০২০, কুমিল্লা।