অপ্রকাশিত ভালবাসা
মোঃ জাকির হোসেন জয়


পড়শী,
আজ বড় বেশি মনে পড়ে তোমার কথা,
তোমার প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকা।
তোমার পিছু পিছু ছুটে চলা,
তোমায় নিয়ে স্বপ্ন দেখা।

এই একটি সত্য কথা “ভালোবাসি তোমায়”
কেন জানি বলা হয়নি হায়!
তুমি আজ দৃষ্টির অন্তরালে,
আমিও যেতে চাই অতীত ভুলে!

জানিনা আজ কোথায় তুমি থাকো,
স্বামী সন্তান নিয়ে সুখেই বুঝি আছো?
তুমি আমার অপ্রকাশিত ভালবাসা,
সুখি হও, এটাই আমার প্রত্যাশা।

********************
রচনাকাল: ১৭/১০/২০০৭ খ্রি:
হাউজিং এষ্টেট, কুমিল্লা।