অনেক ভালবাসি
মোঃ জাকির হোসেন জয়
মাধবী…
তুমি আছো আমার হৃদয় জুড়ে,
ভালবেসে থেকো পাশে সারা জীবন ভরে।
আঁচলে বাধিয়া রেখো এই আমায়,
প্রাণ ভরে ভালবাসিবার দাও হে তোমায়।
প্রতিদিন তোমার চাঁদমুখ দেখার আশে,
ছুটি তব পথ পানে পাগল বেশে।
কখন আসবে ফিরে প্রেয়সী আমার,
নির্জনে তরুছায়ায় দেখা হবে আবার।
কলি থেকে ফুল হয় ফুল থেকে মালা,
না দেখিলে তোমায় অন্তরে বেড়ে যায় জ্বালা।
রাতের আঁধারে জোনাক জ্বলে ছড়ায়ে মিটিমিটি আলো,
নীলাঞ্জনা তোমায় আমি অনেক বেশি বাসি ভালো।
তুমি আমার ভোরের শিশির, রাতের তারা,
তোমায় কাছে পেয়ে আজ আমি আত্মহারা।
অভিভূত হয়ে যাই আমি দেখে তোমার হাসি,
অন্তর থেকে তোমাকে প্রিয় অনেক ভালবাসি।
******
রচনাকালঃ২৫/০৮/২০০৪খ্রি: