মেঘদূত বলিও আমায় কখনো যদি সে ঘুরতে বের হয়,
চুপিসারে পিছু পিছু বেরিয়ে দেখবো তাকে সে যেথা রয়।
বিশ্বাস করো দেখতে পেলে তাকে খুব খুউব শান্তি পাই মনে,
মনকে বুঝাই এইতো আছি তার সাথে অতি সংগোপনে।

তার মিষ্টি বচন শোনার তৃষ্ণা ব্যাকুল করে আমায়,
“প্রাণের চেয়েও বেশি ভালোবাসি মাধবী তোমায়।”
তার উষ্ণ পরশ উন্মাদ করে আমায়,
তার ‘ভালোবাসা’ রাত জেগে জেগে কবিতা লেখায়।

চোখ দু’টো তার দেখার তৃষ্ণা মিটবে না কভু এই জীবনে,
জানে না সে কতোটা অনুভব করি তাকে প্রতিটিক্ষণে।
“কত্তো ভালোবাসি” মেঘদূত তাকে বলে দিও তুমি,
দেখার অধিকার যদি না পাই নিরুদ্দেশ হবো আমি।
********************************
রচনাকাল: ২৪/১১/২০২১ খ্রিস্টাব্দ,
৯ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ,
কোটবাড়ী, কুমিল্লা।