আমরা অন্ধ, আমরা বধির, আমরা নীরব দর্শক;
রাজপথ আজ রক্তগঙ্গা, তবু কারো মনে নাই শোক!
গোলামীর জিঞ্জীর পড়েছি গলায় মাথা রেখেছি বন্ধক;
আমরা অন্ধ, আমরা বধির, আমরা নীরব দর্শক।
আমরা কারা-
আমরা সরকারি চাকরিজীবী, আমরা সরকারি চাকরিজীবী।।
পুরো দেশে কী বীভৎসতা, কত নির্মমতায় খুনিদের উল্লাস,
আন্দোলনকারী ছেলে মায়ের কোলে ফিরে এসেছে হয়ে লাশ।
টিয়ারগ্যাস, রাবার বুলেট, সাউন্ডগ্রেনেডে বিদীর্ণ সারা দেশ,
সব দেখেও না দেখার ভান করে আমরা দু’চোখ বুজে আছি বেশ।
আমরা কারা-
আমরা সরকারি চাকরিজীবী, আমরা সরকারি চাকরিজীবী।।
স্বাধীন দেশে নেই আমাদের কথা বলার স্বাধীনতা,
কিসের তরে চাকরি করি তা জানেন শুধু ঐ বিধাতা।
আমরা অন্ধ, আমরা বধির, আমরা নীরব দর্শক;
বুক চিতিয়ে রাজপথে আজ দাঁড়িয়েছে যারা তাদের জীবনই সার্থক।
*****************************
রচনাকাল: ০৩/০৮/২০২৪ খ্রিস্টাব্দ, আদর্শ সদর, কুমিল্লা।