নিখোঁজ
মোঃ জাকির হোসেন জয়

এই শহরের অলিতে-গলিতে অনেক খুঁজেছি তোমায়,
অভিমানী কোথায় নিখোঁজ হয়ে কষ্ট দিচ্ছ আমায়।
হৃদয় উজাড় করে আজো ভালোবাসি প্রেয়সী আমার,
বাস্তবে আদৌ আমাকে মনে পড়ে কী তোমার?

আজ মনে হয় কয়েক শতাব্দি বুঝি দেখি না তোমায়,
তোমাকে না দেখার কষ্টে কলিজায় দাগ কেটে যায়।
মাধবী, বহু দিন ধরে কোথা রয়েছ নিখোঁজ,
প্রাণাধিক ভালোবাসি তাই মনে পড়ে রোজ।

মাধবী, হয় তো আমাকে ছাড়া সুখে আছো তুমি,
ভালোবেসে তোমায় দু:খ ছাড়া কি আর পেলাম আমি।
অচিন গাঁয়ে স্বেচ্ছায় নিখোঁজ হয়ে বুঝিয়ে দিলে আবার,
তোমার জন্য দেবদাস হলেও তোমাকে পাওয়া হবে না আমার।
*************************************
রচনাকাল: ১৫/১১/২০২১ খ্রিস্টাব্দ,
৩০ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ,
বার্ড, কোটবাড়ী, কুমিল্লা।