মৃত্যুঞ্জয়ী বীর
মোঃ জাকির হোসেন জয়
মুজিব মানে মৃত্যুঞ্জয়ী বীর মুজিব হলো ভরসা স্থল সমস্ত বাঙ্গালির,
মুজিব ছিনিয়ে এনেছে স্বাধীনতা বাঙ্গালি পেয়েছে শান্তির নীড়।
মুজিব দিয়েছে লাল-সবুজ পতাকা বিশ্বে উঁচু করে ধরতে শির,
মুজিব মোদের জাতির পিতা মুজিব মোদের জাতীয় বীর।
মুজিব তোমার জীবন-যুদ্ধ ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার তরে,
কুচক্রী ও ঘাতকের নির্দয় বুলেট চূর্ণ করে দিল স্বপ্ন তোমার চিরতরে।
তুমি যে ভাবোনি কখনো কোনো বাঙ্গালি এ কাজ করতে পারে,
পাকিরাও যা সাহস করেনি মানুষ রূপী শয়তানেরা করল এ কাজ কেমন করে!
বাংলার অগ্রগতিকে রুখতে যারা নিভিয়ে দিয়েছিল তোমার জীবনের আলো,
ঘৃণিত ও ধিক্কৃত ওই নরপিচাশদের কখনো বাঙ্গলিরা বাসবে না ভালো।
তোমার ভরাট কণ্ঠ রুদ্ধ করে যারা উড়াতে চেয়েছিল ভিন দেশি কেতন,
সেই বিশ্বাস ঘাতকেরা আজো কেন বাংলার জমিনে সদর্পে করে বিচরণ।
স্বদেশী হত্যাকারী ইতিহাসের ঐ বিশ্বাস ঘাতক মীরজাফরের দল,
মুজিবের সোনার বাংলা রূপসী বাংলা প্রাণের বাংলা ছাড়বি কবে বল?
নিজেকে উৎসর্গ করেও অমর আজ মৃত্যুঞ্জয়ী বীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
সুকীর্তি রবে তব এই বাংলাদেশে পদ্মা মেঘনা যমুনা থাকবে যতোদিন প্রবাহমান।
***********
রচনাকালঃ ১২/০৮/২০২০খ্রি:, কুমিল্লা।