মনের মাঝে লুকিয়ে আছে
তোমায় পাবার আশা,
স্বপ্নগুলো ভুলিনি তো
এটাই ভালবাসা।
স্বপ্ন ছিল মনের মাঝে
আসবে আমার ঘরে,
কিসের তরে রেখে আমায়
গেলে তুমি দূরে।
কেমনে ভুলিব আমি
সেই সব দিন,
দিনে দিনে বেড়েছে শুধুই
ভালবাসার ঋণ।
তীর্থের কাকের মতো
পথ চেয়ে থাকি,
এই বুঝি ফিরে এলো
মোর প্রাণের পাখি।
*************
রচনাকালঃ ০৭/০৮/২০১৭, বার্ড, কুমিল্লা।