মিথ্যা অভিযোগ
মোঃ জাকির হোসেন জয়
যদি তুমি সঠিক হও প্রমাণের ব্যর্থ চেষ্টা করো না কখনো,
সময়ই বলে দিবে একটু অপেক্ষা করো যেন।
বড় বড় চেয়ারে বসে কত শত জনে শোনায় মিথ্যা আশার বাণী,
চেয়ে দেখো মাবুদ বঞ্চিত আর অধিনস্তরা দু’চোখে ঝরায় বেদনার পানি।
এদেশে নীতিহীন নেতারা যখন বিলোয় চারিত্রিক সনদ,
একপেশে এসিআর প্রক্রিয়ায় রয়েছে হাজারো গলদ।
দুষ্ট এসিআরে সকল দোষে দোষী অধিনস্তরা, বস ধোয়া তুলসী পাতা,
চেয়ে দেখো সর্বগ্রাসীরা ভরিয়েছে ব্যাংক, বিমা, পোস্টাফিসের হিসাবের খাতা।
গৃহিণী বিবিরা ওদের ডিপোজিট করেছে শত কোটি টাকা,
দুদকের ভয়ে ওরা কৌশলে নিজ একাউন্ট রেখেছে ফাঁকা।
ওরা সর্বনাশা বিষধর সাপ যেন এই ধরা ধামে,
ক্ষতি তারা করবেই বিপক্ষে তাদের রয়েছে যারা ডানে আর বামে।
এখানে তোষামোদ করে চলে যারা তারা ভাল রয়,
‘মিথ্যা অভিযোগ’ বলো খোদা প্রতিবাদীরা কেমনে সয়?
মহাপ্রতিশোধ নিও হে মালিক-উল-মুলুক রাহিম রাহমান,
ক্ষমা করো না ওদের, কলমের খোঁচায় যারা করে সত্যের বলিদান।
***************
রচনাকালঃ ২৪/০৭/২০২০, কুমিল্লা।
* বার্ষিক গোপনীয় প্রতিবেদন=Annual Confidential Report (ACR)
* দুর্নীতি দমন কমিশন (দুদক) = Anti-Corruption Commission.