মেকি ভালবাসা
মোঃ জাকির হোসেন জয়
তোমার সেল ফোনে
আর কখনও ভেসে উঠবে না
আমার নাম্বার।
ভালোবাসতে জানো না তুমি,
দিয়েছো শুধুই শর্তের পাহাড়।
বিশ্বাস- অবিশ্বাসের মাঝে
প্রতিনিয়ত সরে যাচ্ছি দু’জন
যোজন-যোজন দূরে।
“ভালবাসতে তুমি?”
বড়ই বিস্ময় লাগে।
বুঝেছি এখন সেটা হাড়ে হাড়ে।
মায়া কান্না, মেকি ভালবাসা হৃদয়ে পুষে,
চলছ তুমি কোন্ সর্বনাশার দেশে।
***********
রচনাকালঃ ২৮/০৯/২০০৯ খ্রিঃ
ঝাউতলা, কুমিল্লা।