মায়ের দোয়ার সমান নাহি কিছু জানি,
মায়ের কাছে সব সময়ই আমরা সবাই ঋণী।
মাগো আমায় দোয়া কর, যেন ভাল মানুষ হতে পারি;
সত্য ন্যায়ের পথে যেন চলতে সদা পারি।
চাই না আমি দালান-কোঠা সাত তলা বাড়ি,
তোমার আচঁল তলে যেন আমি শান্তির নীড় গড়ি।
মাগো আমায় দোয়া কর, যেন আদর্শ মানুষ হতে পারি;
সুখে-দুঃখে সবার পাশে থাকতে যেন পারি।
সকলকে সহজ সরল সুখী জীবন গড়তে যেন ডাকি,
পাড়া-পড়শি সবার সাথে আমি যেন মিলেমিশে থাকি।
মাগো আমায় দোয়া কর, যেন সেবক হতে পারি;
সবার সেবা করেই যেন মরতে আমি পারি।
সুশিক্ষার আলো ছড়াতে যেন পারি প্রতি ঘরে ঘরে,
সবার তরে ভালবাসা থাকে যেন মোর অন্তরে।
মাগো আমায় দোয়া কর, যেন সাহসী মানুষ হতে পারি;
সমাজ হতে সকল দুর্নীতি আর অনাচার উপরে ফেলতে পারি।
**************************
রচনাকালঃ ১০/০৬/২০২০, বার্ড, কুমিল্লা।