মানুষ হও
মো: জাকির হোসেন জয়

প্রেম সাগরে ডুব দিতে কার না ভাল লাগে প্রেম এলে,
উড়াল দিতে চায় যে মন মনের মতো সাথী পেলে।
হাজার ক্রোশ হেঁটে পথ যদি তার দেখা মেলে,
আরাধ্য সে প্রিয়কে লভিও তুমি যেও নাকো ফেলে।

মনের বাগান সুশোভিত করো বরণ করতে তারে,
জীবনে ফুটবে ফুল যদি খুঁজে পাও ভালোবাস যারে।
প্রাণের অনন্ত যৌবন বেঁধে রাখো স্বযতনে নীরবে,
সময় বয়ে গেলেও একদিন অপেক্ষার প্রতিফল তুমি পাবে।

জানিও ভালো লাগা আর ভালোবাসা এক বিষয় নয়,
ধীর স্থির হও এদের সাথে একদিন তোমার হবে পরিচয়।
জীবন চলার পথে অনেককেই তোমার লাগতেই পারে ভালো,
খুঁজে নিও তাকে জীবনে তোমার, যে তোমায় অনেক বেশি বাসে ভালো।

দেহের যৌবন জোয়ারে যেও নাকো ভেসে অথৈ জলে,
চাওয়াগুলো তোমার পাওয়া হবে জীবনের লক্ষ্যস্থলে পৌঁছলে।
করতে জ্ঞান আহরণ হতে সভ্য জন কোথাও নেই মানা,
মানুষ হলে খুঁজে পাবে একদিন প্রিয়জন সহ শান্তি-সুখের ঠিকানা।

************************
রচনাকাল: ২৭/০৮/২০২০।