মাধবী তুমি আমার
মোঃ জাকির হোসেন জয়
>>>>>><<<<<<<
মাধবী...
তোমার প্রতিটি হৃদ স্পন্দন,
অন্তরের জারণ-বিজারণ;
তোমার কোমল হাতের পরশ,
প্রতিটি শ্বাস প্রশ্বাস;
তোমার চুলের মিষ্টি গন্ধ,
চরণে চলার ছন্দ;
টোলযুক্ত মায়াবী কপোল বেশ,
বিমুগ্ধতায় আমার শেষ।
তুমিই আমার স্বপ্ন আশা,
ব্যাকুল করা ভালবাসা।
তুমি আমার হৃদয় রাণী,
তোমায় আমি জীবন জানি।
কে বলেছে তুমি অন্য কারো?
তুমি তো আমার বুকের পাঁজর,
নয়নের তারা, সাত রাজার ধন;
তোমার বুকে মাথা রেখেই
হয় যেন আমার মরন।
*********
রচনাকাল: ১৩/ ০৮/ ২০০৫ খ্রি: