বহুদিন পরে আজ মায়ের সাথে দেখা,
আপ্লুত হয়ে মন উড়তে চায় যে সখা।
মায়ের হাসি মুখ আজ দেখিলাম যবে,
মনের সকল ব্যথা দূর হয়ে গেল সবে।

পরম মমতায় মা আমায় কত কিছু জিগান,
মাকে দেখে মনের ভিতর বইছে খুশির বান।
মা-জননী সবার সকল খুশির আধার,
মানুষ করতে মোদের তুলনা নেই যে তাঁর।

মায়ের কাছেই ‘মা’ ডাক ছিল প্রথম বুলি আমার,
মায়ের আদর পেতে ছোট্ট হতে ইচ্ছে করে আবার।
ছোট্ট বেলার কত স্মৃতি ভেসে ওঠে হৃদে,
ধন্য আমার জীবন মাগো তোমার আশীর্বাদে।

****************************
রচনাকাল: ২৭/০১/২০২১ খ্রিস্টাব্দ,
১৪ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ, কুমিল্লা।