লোভী মানুষ
মো: জাকির হোসেন জয়
বর্তমান সমাজে ক্রমশ বাড়ছে নির্দয় লোভী মানুষ,
লোভের তরে এরা ধরাকে সরা জ্ঞান করে হারায়ে হুঁশ।
লেবাসধারী মানুষ এরা খুব ধূর্ত প্রকৃতির,
চিন্তায় মগ্ন থাকে সদা স্বীয় সম্পদ বৃদ্ধির।
কতো কৌশলে ঠকিয়ে মানুষ অর্থ করে আয়,
সমাজ যাক রসাতলে ওদের কিবা আসে যায়!
ধন লিপ্সায় নৈতিকতা বিসর্জন দেয় ওরা,
ছিনিয়ে নিতে সম্পদ আপন-পর হিসেব করেনা তারা।
ন্যায়-নীতি, মানবিক মূল্যবোধ লোভী মানুষের নাই,
বাড়ি-গাড়ি ব্যাংক ব্যালেন্স অঢেল তবু ওদের আরো চাই।
অবৈধ পথে কামিয়েও অর্থ সমাজে তাদের কি দাপট,
ভদ্রতার মুখোশ পড়ে দেশের ক্ষতি করে ওরা ভন্ড কপট।
লোভী মানুষ বোঝেনা লোভ জীবন থেকে কেড়ে নেয় সব সুখ,
লোভের চক্রে পড়ে যারা, তাদের জন্য অপেক্ষারত অনন্ত দুঃখ।
লোভ অতি নিন্দনীয় কাজ, সকল দেশে লোভীরাই হয় সেরা দুর্নীতিবাজ।
লোভ-লালসা পরিত্যাগ করে ভাই গড়তে চাই শান্তি সুখের মানবিক সমাজ।
********************************************
রচনাকাল: ২২/০৯/২০২০, কোটবাড়ী, কুমিল্লা।