লক্ষ্ণী ছেলে
মোঃ জাকির হোসেন জয়
==================

কাঁদে না বাপু লক্ষ্ণী ছেলে আমার,
কাঁদলে তুমি কষ্ট লাগে সবার।
ফোকলা দাঁতে হাসলে তুমি,
কতো মিষ্টি লাগে যাদু মনি।

শান্ত হও লক্ষ্ণী সোনা,
আর কেঁদো না আর কেঁদো না।
লক্ষ্ণী ছেলে আমার নয়ন মনি সবার,
দুষ্টুমি আর করোনা পূর্ণ হবে সকল আবদার।

****************************
রচনাকালঃ ০৯/০৩/২০১৬ খ্রি:, কোটবাড়ী, কুমিল্লা।