লাবণ্যের প্রেমে
মোঃ জাকির হোসেন জয়

লাবণ্য কখনো তোমায় নিয়ে হয়নি লেখা কোনো কবিতা,
প্রতি বছর পাঁচ মে এলে মনে পড়ে তোমার কথা।
ছিক্সটি কিলো বেগে তোমায় নিয়ে হুন্ডায় চলা হল না তো আর,
তুমি এখন সূর্যোদয়ের দেশে সাত সমুদ্র তেরো নদীর ওপার।

প্রেমে পড়েছি তোমার এলোকেশের, স্নিগ্ধ চিবুকের, গোলাপি ঠোঁটের,
প্রেমে পড়েছি লাস্যময়ী সারল্য চেহারার লাবণ্যের।
অবনত দৃষ্টিতে মুখে মিষ্টি হাসি হেসে কম্পিত ঠোঁটে,
‘ভালোবাসি তোমায়’ বলেছিলে মায়াময়ী যাদুমাখা কন্ঠে।

ভালোবাসার আশায় ছুটেছি কত শহর নগর বন্দরে,
ভালোবেসে তুমি আমায় ঠাঁই দিলে তব অন্তরে।
শিখালে তুমি স্টেপ শার্ট পড়তে, মাথা উঁচু করে বাঁচতে,
প্রাণিত করেছ আমায় সদা সত্য পথে চলতে।

তোমার মায়ায়, তোমার প্রেমে পড়েছি আমি বারবার,
আহা! প্রেমে কি নিখুঁত অভিনয় তোমার।
ব্ল্যাক ডায়মন্ড পেয়ে গর্বিত আজ তুমি, হৃদয় আমার পুড়ে যায় বিষে,
হয়তো ভুলেই একদা অভিনয়ে ভালোবেসেছিলে এটাই বা কম কিসে!
*************************
রচনাকালঃ ১১ সেপ্টেম্বর ২০২০।