কেউ না জানুক তুমিই জানো হে বিধাতা,
কাহার তরে লেখা আমার সব কবিতা।
কেউ না জানুক তোমায় সবকিছু তো জানিয়েছিলেম,
কাহার তরে লুকিয়ে রাখা মনের মাঝে অসীম প্রেম।

কিসের তরে পাগল হলাম, অবহেলায় সব হারালাম,
আঁখি আমার নদী হলো, বুক ভরা শুধু কষ্ট পেলাম।
হে ঈশ্বর, কেউ না জানুক কেউ না বুঝুক তুমি তো বোঝ তায়,
লালমাইয়ের লেকল্যান্ডের নির্জনতায় মন কাহার পরশ চায়।

কেউ না জানুক তুমিই জানো হে মালিক,
তাকে নিয়ে অভিলাষী স্বপ্নগুলো নয়তো অলীক।
কেউ না জানুক তুমিই জানো হে অন্তর্যামী,
কাহারে প্রাণাধিক ভালোবাসি এই আমি।

কেউ না জানুক তুমিই জানো হে খোদা,
কে ভুলেছে, কে ভেঙ্গেছে সকল ওয়াদা।
কেউ না জানুক তুমিই জানো হে বিধাতা,
কাহার তরে লেখা আমার সব কবিতা।

************************
রচনাকাল: ০২/০৪/২০২১ খ্রিস্টাব্দ,
১৯ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ,
চাঁনপুর, কুমিল্লা।