যদিও তুমি চলে গেছো আমায় ছেড়ে,
তবুও মন পড়ে থাকে তোমার কাছে।
কেন এতো বেশি ভালবেসে ছিলেম তোরে,
এখনও প্রশ্ন ওঠে এই অবুঝ মনে।

বললে তুমি ভাল আছো অন্যের ঘরে,
বলো, কেন আমি ভাল নেই তোমায় ছেড়ে?
আজ তোমার ব্যস্ত সময় সুখেই আত্মহারা,
আমিও আছি আমার মতো তুমি ছাড়া।

হৃদয়ের কষ্টগুলি দেখার মতো  আর কেউ নেই,
অন্তরের কথাগুলি তাই ডাইরির পাতায় লিখে যাই।
প্রতিটি মহুর্তে আজো তোমায় মনে পড়ে,
কেমনে বেঁচে আছি আমি তোমায় ছেড়ে।

স্মৃতিগুলো আজো ঘুমতে দেয় না আমায়,
বলো, কি করে ভুলে যাই তোমায়?
পার্কের বেঞ্চিগুলো আজ পরিপূর্ণতা পেয়েছে নতুন জুটিতে,
নিয়তির নির্মমতায় নিঃসঙ্গ আজ আমি এই পৃথিবীতে।

আজ ১৪ই ফেব্রুয়ারি-২০২০
যেখানেই থাকিস আমার ভালবাসা নিস।
**********************
রচনাকাল: ১৪/০২/২০২০, কুমিল্লা।