কে তুমি?
মোঃ জাকির হোসেন জয়
বলো, তুমি কি আমার সেই প্রেমিকা?
যে আমায় ছাড়া পথ চলতো না একা।
বলো, তুমি কি আমার সেই প্রেমিকা?
যার প্রতি বাক্য ছিল মধুমাখা।
বলো, তুমি কি আমার সেই প্রেমিকা?
যার মিষ্টি চুম্বন এখনো ললাটে আঁকা।
বলো, তুমি কি আমার সেই প্রেমিকা?
যে কথায় কথায় বুলিয়ে দিত মাথা।
বলো, তুমি কি আমার সেই প্রেমিকা?
যার আলতো ছোঁয়া, এখনো আমার তনুতে মাখা।
বলো, তুমি কি আমার সেই প্রেমিকা?
যে নির্ভয়ে ঘুমিয়ে যেত এ বুকে রেখে মাথা।
বলো, তুমি কি আমার সেই প্রেমিকা?
যার পরশে ধন্য হলো আমার ভালবাসা।
******
রচনাকালঃ০২/১২/২০০৪খ্রি: