ইমোতে ব্লক মেরে যোগাযোগের লাইফ লাইনটাও ছিন্ন করেছ তুমি,
ইমোতে নয় যেন হার্টে ব্লক লেগে বুক ভরা কষ্ট পেয়েছি আমি।
‘তুমি আমায় একটুও ভালোবাসনি’ এ কথা বলবো না আমি,
আমার প্রতি তোমার মোহমায়া কাটাতে পেরেছ তুমি।

কতোটা নিষ্ঠুর হলে কাউকে দাউদাউ আগুনে ছুড়ে ফেলা যায়,
ভালোবেসেছি তোমায় তাই কাকে দেব বলো হৃদয় ভাঙ্গার দায়?
দু’হাত তুলে খোদার কাছে শুধু চেয়েছি তোমায়,
ব্লক করতে একটুও ভাবলে না কিভাবে থাকবো ছেড়ে তোমায়?

নির্দয়ভাবে ব্লক মেরে শান্তি পেয়েছ কী মনে?
ভালোবাসি বলে মনে পড়ে আজো প্রতিক্ষণে।
যদি কখনো ভুল করেও মনে পড়ে আমায় তোমার,
ব্লক উঠিয়ে দিও কথা হবে আবার শুধু ভালোবাসার।
********************************
রচনাকাল: ২৮/০৩/২০২১ খ্রিস্টাব্দ,
১৪ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ,
চাঁনপুর, কুমিল্লা।