হৃদয়ের কথা
মোঃ জাকির হোসেন জয়
প্রেমের ভূবনে তুমি আমার হৃদয়ের স্পন্দন,
ভালোবেসে দিয়েছি যে তোমায় আমার প্রাণ ও মন ।
তোমার সাথে হয়েছে যে হৃদয়ে হৃদয়ের বন্ধন,
ভালোবেসে তোমায় ধন্য আমার এ জীবন ।
হৃদয়ে জমানো যত ভালোবাসা তা দিয়েছি তোমায়,
গ্রহণ করে ধন্য করেছ মাধবী ভালোবেসে আমায়।
হৃদয়ের যত কথা প্রাণ খুলে বলেছি সব কবিতায়,
পড়ে নিও প্রিয় কতটা ভালোবেসেছি তোমায়।
আমার যতো অনুভূতি প্রকাশিত আজ তোমার কাছে,
ভালোবাসার কাছে সঁপেছি নিজেকে গোপন করার কিবা আছে!
মনের মণিকোঠায় পরম যত্নে আগলে রেখেছি তোমার স্মৃতি,
দু'চোখ বন্ধ করে দেখি হৃদয়ে আমার অসীম ভালোবাসা আজো তোমার প্রতি।
এ জীবনে যদি তোমাকে না পাই পরজনমে তোমাকে চাই,
ভালোবেসে প্রিয় সেদিন তোমার বুকে দিও একটুু আমায় ঠাঁই।
হাওয়ায় দুলছে মাধবীলতা, হাসনাহেনা কাঁপছে থরথর,
হারায়ে তারে অন্তরটা যাচ্ছে পুড়ে আমায় একটু ধরধর।
হৃদয়ের বোবাকান্না শুনতে কি পাও না তুমি?
তোমায় আরো সহস্র বছর ভালোবেসে যাব আমি।
তোমায় হারানোর ব্যথায় হৃদয়ে হচ্ছে রক্তক্ষরণ,
জানি সব ভুলে একদিন মৃত্যু আমায় করবে বরণ।
ভালো থেকো মাধবী, আর এ জীবনে হবে না দেখা,
এই কঠিন সত্যটা বলে দিয়েছে আমার ভাগ্যরেখা।
অতিথি পাখির মতো এসে, চলে গেলে দিয়ে হৃদয়ে তীব্র ব্যথা,
সঞ্চিত শত কবিতায় তব তরে ব্যক্ত আমার হৃদয়ের কথা।
রচনাকালঃ ২০-২২ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ, চানপুর, কুমিল্লা।