হবু সোনা বউ
মোঃ জাকির হোসেন জয়
শেষ কবে হয়েছে দেখা,
ভুলিয়া গিয়েছি যে সখা;
ভুলিতে পারিনি শুধু তোমার সোনালী ছোঁয়া।
‘সোনা বউ’ ডাক শোনার তরে ব্যাকুল হলে,
কত নির্ঘুম রাত কাটিয়েছি মোবাইলে কথা বলে;
ভালোবাসার আদান-প্রদান ঘটেছে ইথারে।
এখন তোমার মোবাইলে সংযোগ পাওয়া যায় না,
সোনা বউ ডাকটি আর দেয়াও হয় না;
মনের জমানো আবেগ কথার মালায় বন্দি হয় ডাইরিতে।
যেখানেই থাকো, ভালো থেকো, সুখে থেকো অবিরত,
ভালোবাসা দিও না কাউকে আর আমার মত;
মনের মাঝে আমার তরে একটু ভালোবাসা রেখো।
অভিমানী মেয়ে ভুলে যেও না আমায়,
হৃদয় চিরে এই দেখো কত ভালোবাসি তোমায়;
আয় ফিরে আয় হৃদয় পিঞ্জিরায়।
*********************
রচনাকালঃ ০২ সেপ্টেম্বর ২০১৮।