হারিয়ে কোথায় গেলে তুমি জানি না যে ঠিকানা,
কতোটা ভালবাসি তোমায় একটুও তো বুঝলে না।
মনে কি পড়েনা তোমার সুখময় অতীতের দিন?
কতোটা কষ্টে কাটে সময় আমার তুমি বিহীন।

মুনাফিকে ভূবন ভরে গেছে, শপথের মূল্য আছে কার?
তেত্রিশ বছর কেটে গেল কেউ কথা রাখেনি আমার।
কার বাগদত্তা আজ কার কাছে গেল সে হিসেব রাখিনি কেহ,
অসীম ভালোবাসার স্মৃতি নিয়ে বুকে বেঁচে আছে এই দেহ।

তরু শাখে জোড়া শালিক দেখলে আজো চমকে উঠে মন,
কি করে ভুলবো তোমার স্নিগ্ধ পরশ সোহাগীয় আলিঙ্গন।
বেশি ভালবেসেছি বলে ভেঙ্গেছ হৃদয় প্রেমের ছলে,
কোন অপরাধে কিসের তরে হারিয়ে কোথায় গেলে?
            
             ***********
রচনাকালঃ ২৩/০১/২০১৯, কুমিল্লা।