ভালোবেসে তোমায় হারিয়ে যাবো আমি তোমার মাঝে,
তোমার ঐ নীল দু'টি চোখে হারিয়ে যাবো আমি সকাল সাঝে।
তোমার উষ্ণতা পেতে হারিয়ে যাবো আমি তোমার মাঝে,
ভালোবেসে হারিয়ে যাবো আমি তোমার হৃদয় মাঝে।

আজ আমার বুকে জাগে শিহরণ মনে লাগে ভয়,
ভালোবেসে তোমায় অন্য এক পৃথিবী করেছি জয়।
তুমি আমার হলে হারিয়ে যাবো আমি তোমার নীলাম্বরে,
তুমি আমার হলে ভালোবাসবো আমি হৃদয় উজাড় করে।

প্রেমে পড়েছি আমি তোমার মায়াবী টোলে,
তপ্ত এ হৃদয় সিক্ত হবে ভালোবেসে তোমায় পেলে।
হারিয়ে যাবো আমি তোমার মাঝে রেখে অধরে অধর,
অন্য এক ভুবনে হারিয়ে যেতে চাই পেলে তোমার মুগ্ধ আদর।
*************************
রচনাকাল : ২৬/০৮/২০২০।