মম বাগিচার প্রস্ফুটিত
প্রথম গোলাপ,
ছুঁইতে দেইনি কাউকে,
পাপড়ি চুপসে যাবে।

রেখেছি বুকের মধ্যে
স্ব-যত্নে, রক্ত রসে ভিজিয়ে।

শুধু তুমি,
তুমি চাইলেই পেয়ে যাবে-
আমার জমানো সমস্ত গুপ্ত গোলাপ।

************
রচনাকাল: ২৩/০৯/ ২০০১ খ্রি:
খালিশপুর, খুলনা।