প্রেয়সী, ভালো থাকার জন্যই ছেড়েছ এ হাত,
আশীর্বাদ করি সহস্র বছর পাও যেন হায়াত।
ভুল করেও চাইনা আর কোন দিন হোক তোমার দেখা,
কোনো বিশ্বাসঘাতককে কখনোই যায় না হৃদয়ে রাখা।
একদা বিশ্বাস করে অন্ধের মতো ভালোবেসেছিলাম যবে,
কমন কিছু অজুহাতে জীবন থেকে হারিয়ে গেছো সেই কবে।
এখন মায়া বাড়িয়ে,
সেই পবিত্র ভালোবাসাকে অপবিত্র হতে দেই কী করে,
তাই ইতিহাস হয়ে থেকো তুমি এই অন্তরে।
********************************
রচনাকাল : ২৫/০১/২০২৩ খ্রিস্টাব্দ, কুমিল্লা।