ঈদ এসেছে ঈদ এসেছে জগৎ জুড়ে,
ঈদ এসেছে সবার ঘরে ঘরে।
চারিদিকে দেখো খুশির ঢেউ লেগেছে,
মুসলিম জাহান প্রফুল্ল চিত্তে আজ জেগেছে।
দেখো সবাই চলছে ঈদগাহে আজ ঈদের নামাজ হবে,
সকল ব্যথা-বেদনা ভুলে সবাই সবার পাশে রবে।
সারাটা দিন কাটবে সবার সীমাহীন আনন্দে,
ঈদ মোবারক জানাবে সবাই খুব সানন্দে।
ঈদের দিনে ধনী-গরিব সবার মুখে হাসি,
ঈদের দিনে সবাই মিলে সুখের সাগরে ভাসি।
ঈদ মোবারক শুভেচ্ছা রইল সবার তরে,
হাসি-খুশি থেকো সবাই নিয়ে পরিবারে।
***************
রচনাকালঃ ০১/০৮/২০২০ খ্রি: , কুমিল্লা।