ধন্য হতাম
মোঃ জাকির হোসেন জয়।
=============
তোমায় ভালোবেসে কত যে অশ্রু বিসর্জন দিয়েছি,
এ জীবনে আমার আমিত্ব ছেড়ে শুধু তোমায় ভালোবেসেছি।
ভুল করেও কখনো ভুলিনি তোমার সীমাহীন ভালোবাসা,
আলো আঁধারে নিরাশার মাঝে তুমিই ছিলে প্রাণের আশা।
এক পলক তোমায় দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকা,
রাত জেগে জেগে তোমার নামে কত উপমায় চিঠি ও কবিতা লেখা।
তোমায় নিয়ে স্বপ্ন দেখা সেন্টমার্টিনে বসত গড়া,
নীল সাগরের বুকে পানসীতে দুলে দুলে জলে ঝাঁপিয়ে পরা।
চারিদিকে মুখোশ পড়া মানুষের ভিড়ে খুঁজেছি তোমায়,
চাঁদের নরম আলো গায়ে মেখে অনুভবে পেয়েছি তোমায়,
তোমার প্রতি রয়েছে আমার ভালোবাসা অবিরত,
ভুলবো না কোনদিনও বাধা-বিপত্তি আসুক জীবনে শত।
স্বল্প পরিচয়ে যে শ্রদ্ধা ও ভালোবাসা দিয়েছো আমায়,
বলো এত সহজে কি করে ভুলে যাই তোমায়?
হৃদপিন্ডের গহীন গহ্বরে সঞ্চিত যত ভালোবাসা,
তোমায় পেলেই ধন্য হতাম, তৃপ্ত হত প্রাণের পিপাসা।
****-****
রচনাকালঃ ০৫/০৯/২০২০ খ্রি:, ফেঞ্চুগঞ্জ, সিলেট।