কী আজব সময়ে বেঁচে আছিরে বাবা,
সবখানেই দেশদ্রোহী হায়নাদের থাবা।
দেশদ্রোহীদের বিরুদ্ধে ধরা যাবে না কলম,
দেশের পক্ষে লিখলে তারা করে দিবে খতম।

মনে পড়ে কি ১৯৭১?
পেছনে নয় তো বহু দূর।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী শীঘ্রই হবে পালন,
কী দুর্ভাগ্য আমাদের, দেশদ্রোহীদের এখনো করছি লালন।

কী স্পর্ধা এদের এখনো এই স্বাধীন দেশে,
কবির কলম থামিয়ে দিতে ওরা একজোট হয়েছে অবশেষে।
স্বাধীনতা বিরোধীদের দৌরাত্ম্য এখন অপেন সিক্রেট,
বাঙালির স্বার্থের বিরুদ্ধে এখনো কুটচাল দেয় পারফেক্ট।

মহান মুক্তিযুদ্ধে বাঙালি নিধনে নেমেছিল যারা,
রাজাকার, আল বদর, আল শামস- দেশদ্রোহী ওরা।
সারা বাংলায় দেশদ্রোহীরা ফেলেছিল কত লক্ষ বাঙালির লাশ,
তবুও দেশপ্রেমে বাঙালি শ্রেষ্ঠ ছিনিয়ে এনেছে বিজয় সাক্ষী ইতিহাস।

***************
রচনাকালঃ ১৪/০৭/২০২০, কুমিল্লা।