দেখা হবে আবার
মোঃ জাকির হোসেন জয়
বহু দিন পর তব দেখা হলো আবার,
কত আতঙ্কে সাবধানে এড়িয়ে চক্ষু সবার।
তুমি আমার প্রাণ সখি তুমি আমার জীবন,
ভালবেসে তোমায় আমার হয় যেন গো মরন।
মায়াবিনী গো আর করো নাকো অবহেলা,
ভালবেসে তোমায় কাটিয়ে দেবো সারাবেলা।
ছেড়ে গিয়ে আমার হৃদয়ে দিও নাকো ব্যথা,
ভালবেসে বাঁচবো ভালবেসে মরবো দিলাম কথা।
দৃষ্টির সীমানা ছেড়ে দক্ষিণে তুমি চলে গেলে,
ওভার ব্রীজে দাড়িয়ে ভেসেছি চোখের জলে।
তুমুল ঝড় বইছিল আমার বুকের বাম পাশে,
কত কষ্টে বিদায় জানালাম তোমায় দীর্ঘশ্বাসে।
কতো পরিবর্তন আজ তোমার মাঝে,
এখনো ভালবেসে রেখেছি তোমায় হিয়ার মাঝে।
মাধবী, প্রেম যদি সত্যি হয় তোমার-আমার;
নিশ্চিত থেকো কোন একদিন দেখা হবে আবার।
******
রচনাকালঃ ৩১/০৭/২০২০খ্রি: , কুমিল্লা।