২১শে শ্রাবণ রূপালী রৌদ্রে যখন হলাম ঘেমে একাকার,
নিরবে ডাকছে তখন আমায় প্রিয় গোমতীর পাড়।
গোমতীর পাড় সবুজে মোড়া চারিধার সুনসান নীরবতা,
পথ চলতে চলতে তোমায় জানাই মনে জমানো শত কথা।
শেষ বেলায় হঠাৎ উত্তরাকাশে কালো মেঘের ঘনঘটা,
নরম আলোয় ঢেকে গেল চারিদিক নেমে এলো বৃষ্টি ফোঁটা ফোঁটা।
গায়ে লাগল বৃষ্টির জল, শেষে ঠাঁই হলো ঝুপড়ির তলে,
সৃষ্টিকূলের প্রতি প্রকৃতির ভালোবাসা একেই বলে।
চায়ে চুমুক দিতে দিতে তোমার উষ্ণ হাতের পরশ পেয়েছি যখন,
ভালো লাগার অন্যরকম এক সুখানুভূতিতে মন হারিয়েছে তখন।
বাহিরে ঝুম বৃষ্টি চলছে, কথার মালায় বন্দি আমরা দুজন,
শীতল হাওয়ায় তোমার বিশ্বাসী কথায় দূর হলো সব মান অভিমান।
আলেখারচর ও টিক্কারচর ব্রীজ হতে সর্পিলাকার নদী ও পাড় দেখতে,
নিমন্ত্রণ রইল প্রিয় ভাসতে ডিঙ্গি নৌকায় গোমতীতে।
মায়াভরা সৌন্দর্যের হাতছানি দিয়ে ডাকছে গোমতীর পাড়,
সেই মোহনীয় দৃশ্য দেখতে মাধবী চলে এসো আবার।
*********************************
রচনাকাল: ০৫/০৮/২০২১ খ্রিস্টাব্দ,
২১ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ,
চাঁনপুর, সদর, কুমিল্লা।