হীন আমি, তুচ্ছ আমি,
তব দেয়া শত কাঁটা,
সহ্য শক্তি মম নাই।

কৃপা করো ওহে প্রভূ,
তব দেয়া শত ব্যথা
সহ্য শক্তি;
আমি যেন পাই।
*******
১৯৯৯, নায়কেরহাট, কচাকাটা, কুড়িগ্রাম।