সব দেশে চলছে করোনার মহামারি,
চারিদিকে শুনি শুধু মানুষের আহাজারি।

মৃত্যুর মিছিলে হারিয়ে যাচ্ছে -
কত পিতা, কত মাতা, কত আদরের সন্তান,
ভেকসিনের এখনও তো নেই কোন সন্ধান।

বিশ্বে করোনায় আক্রান্ত আজ লাখে লাখে,
মরছে যে হাজারে হাজার;
ওগো আল্লাহ, তোমার অনুগ্রহ ছাড়া দেখি না তো পথ আর বাঁচার।

প্রিয়জন হারাবার ব্যথা সহ্য যে হয় না আর,
ওগো মুহাইমিন, করোনা থেকে দাও না মোদের নিস্তার।

শতাব্দির সেরা এই বৈশ্বিক সংকট করেছে সব লটভট,
মধ্যবিত্তরা আজ গৃহে অবরুদ্ধ থেকে করছে ছটফট।
নিত্য খেটে যাদের পেটে খাবার দিতে হয়,
এই ক্রান্তিকালে ত্রাণ ছাড়া তারা কেমনে বেঁচে রয়!

ভন্ড চোরা নেতা ওরা- পুরছে গোডাউন সরকারি ত্রাণে,
ক্ষুধাতুর সন্তানের কান্না আজ জননীর কলিজায় হানে।

প্রার্থনা করি - ‘যারা কেড়ে খায় কোটি মানুষের ত্রাণ,
ধ্বংস করে দাও মাবুদ তাদের সকল প্রাণ।’
ওগো দয়াল রহিম-রাহমান,
করোনার ভয়াল ছোবল হতে দাও না মোদের পরিত্রাণ।