জাবির আমার ছোট্ট খোকা,
পড়ালেখা করে সে খায় না বকা।
চকলেট তার প্রিয় অতি,
পোকায় করেছে তার দাঁতের ক্ষতি।

স্কুলে যায় সে রোজ সকালে,
নাচ, গানও করে সে সমান তালে।
বিকেলে রোজ খেলতে যায় ছাঁদে,
হঠাৎ পড়েগিয়ে সে শুধুই কাঁদে।

টিভিতে সে প্রায়ই কার্টুন দেখে,
মটু-পাতলু থেকে সে অনেক কিছুই শিখে।
আকাশে উড়ে যেতে চায় সে হয়ে স্পাইডারম্যান,
এই নিয়ে সারাদিন শুধু করে ঘ্যান ঘ্যান।

******************************
রচনাকালঃ ০৫/০৭/২০২০ খ্রি:, কুমিল্লা।