বজ্জাত বস
মোঃ জাকির হোসেন জয়
=============
বস তাহার ভাগ্যোন্নয়নের মস্ত বড় কারিগর,
বাড়ি-গাড়ি এফডিআর কোন কিছুর অভাব নাই যে তার।
শূন্য হাতে এসেও আজ হলেন কোটিপতি,
দেখো মানসিক অত্যাচারে অধস্তনদের সেকি দুর্গতি।
প্রতিহিংসায় ফুলে থাকে বদের হাড্ডি রাগে করে গজগজ,
শত কাজ করেও মন পাওয়া তার নয় অতি সহজ।
শোনো সবে মিথ্যাবাদী, অত্যাচারী, বজ্জাত বস যে জন,
সকল প্রতিষ্ঠানে ওই নরাধমেরা হতে পারে কি শ্রদ্ধাভাজন?
ব্যক্তিত্ব নিয়ে সমাজে মাথা উঁচু করে চায় বাঁচতে সবাই,
নেতিবাচক আচরণে অতিষ্ঠ হলে দুষ্ট বসকে সবাই ঘৃণা করে ভাই।
অনাকাঙ্ক্ষিত, অসভ্য, কর্কশ বদ মেজাজি বস হতে পেতে পরিত্রাণ,
বসের উপরেও বস আছে, তাহার সাথে কৌশলে যোগাযোগ বাড়ান।
যোগ্য লোকের হয় না কদর, সব কিছুতেই ধূর্ত বসের বাটপারি;
দেশের শত্রু, জাতির শত্রু, ওরা কমিশন খোর ঘুষের কারবারি।
ওদের মুখে অতি মিষ্টি কথা, আহা! দুর্নীতিতেও পাকা,
পুকুর চুরি করে তারা স্বীয় প্রতিষ্ঠানকে করে ফাঁকা।
বদ বসেরা উগ্র মেজাজ নিয়ে করে ঘ্যানঘ্যান,
অহেতুক দোষ খুঁজে রুঢ়তা নিয়ে করে প্যানপ্যান।
মিথ্যাবাদী বসের তোষামুদে না হয়ে় যারা হয় প্রতিবাদী,
বিষাক্ত করে দেয় জীবন তাদের, দুর্বৃত্তরা সুযোগ পায় যদি।
ভালো বসের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা মন থেকে আসে,
অমায়িক ও মানবিক বসের কদর দেখো সর্বত্রই আছে।
অযোগ্য, অপদার্থ, স্বার্থবাদী বস সর্বদা ঘৃণিত হয়,
দুদক ধরলে পত্র-পত্রিকায় দেখো তাদের কত কুকীর্তি প্রকাশ পায়।
সবকিছু দেখে-শুনে বলি, বস কখনো ভুলের উর্ধ্বে নয়,
অত্যাচারী বদ বসদের কখনো তোমরা করো না গো ভয়।
স্বীয় প্রতিষ্ঠানকে ভালোবাসায় রেখো না মনে কোনো সংশয়,
অপেক্ষা করো দেখবে একদিন চারিদিকে হবে মানবতার জয়।
*****************
রচনাকালঃ ০২/০৯/২০২০।