বড় ছেলে
মোঃ জাকির হোসেন জয়
সংসারের প্রতি দায়িত্ববোধ বড় ছেলেদের অধিক,
সব বোঝা কাঁধে নিয়ে চলে যেন এটাই স্বাভাবিক।
ছোট-খাটো কাজ করে সবাইকে নিয়ে সুখি পরিবার গড়ার তরে,
স্বীয় শান্তি বিসর্জন দিয়ে পরিশ্রম করে রাত-দিন ধরে।
কলুর বলদ হয়ে বড় ছেলে সংসারের ঘানিটানে অবিরত,
নিজের সবটুকু ঢেলে দিয়ে সবার চাহিদা পূরণে থাকে চেষ্টারত।
সংসারের মায়া জালে বন্ধি হয়ে নিজের স্বপ্ন পূরণ হয় না করা,
শত বাঁধা বিপত্তি অতিক্রম করে একমুঠো সুখ আনে সংসারে তারা।
সংসারে সুদিন আনতে বড় ছেলেদের উপর কত যে চাপ,
ফুর্তিতে কাটিয়ে জীবন ছোটরা সব কিছু হতে পায় মাফ।
বাবার পরে পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে বড় ছেলেরা জান রাখে বাজি,
কি নিষ্ঠুর পৃথিবী বড় ছেলেদের মতো নিয়ম পালনে আর কেউ নয় রাজি।
সবার স্বপ্ন পূরণে যে নায়ক ছিল টিউশনি করেও উদার সবার তরে,
নিজের স্বপ্ন যাচ্ছে মরে তবুও বড় ছেলে মুখে হাসি রাখে ধরে।
একটা সময় ছোটরা নিজ পরিবার নিয়ে মত্ত থাকে বড় ছেলের সংসার যায় ভেসে,
নিজের জীবন নিয়ে ভাবা উচিত ছিল বড় ছেলে বুঝলো অবশেষে।
****************************************
রচনাকাল: ০৪/১০/২০২০খ্রিঃ
১৯ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১৬ সফর ১৪৪২ হিজরি। কুমিল্লা।