কোন এক শেষ বিকেলে…
গোমতীর পাড়ে বন্ধু তুমি এলে।
পাশাপাশি হাটবো দু’জন,
ভালবাসার সুখে উঠবে ভরে দু’টি মন।
বসবো কোথাও ঘাসের ওপর,
ভালবাসায় প্রকম্পিত থাকবে অধরে অধর,
প্রাণ ভরে চাইবো তোমার আনন পানে,
প্রীতি ভরা অনেক কথা বলবো তোমার সনে।
ঐ দূর আকাশে সাদা মেঘের ভেলা,
তোমায় দেখে দেখে কাটিয়ে দেবো বেলা।
বন্ধু তুমি এলে মনোমুগ্ধকর গোমতীর পাড়ে,
প্রাণ খুলে দিও মোরে ভালবাসিবারে।
************
রচনাকালঃ ১৮/০৬/২০০৮ খ্রিঃ
হাউজিং এষ্টেট, কুমিল্লা।