বন্ধু
মোঃ জাকির হোসেন জয়

বন্ধু হলো এমনি সুজন,
ভালবাসায় পূর্ণ সদা যার মন।
সুখে-দু:খে সর্বদা পাশে রয়,
সব ব্যথা নিরবে সয়।

বন্ধু হলো এমনি সুজন,
দুইটি দেহ একটি মন।
আত্মার দৃঢ় বন্ধনে হয় বন্ধুত্ব,
ছেড়ে গেলে একবার বাড়ে শুধুই দূরত্ব।

বন্ধু হলো এমনি সুজন,
পরার্থে সুখী যাহার মন।
বিশ্বাস ভেঙ্গে গেলে একবার,
বন্ধুত্বের সম্পর্কে জোড়া লাগে না আর।

বন্ধু হলো এমনি সুজন,
বিশ্বাসে ভাবতে পারো আপনজন।
বিপদে মেলে বন্ধুর পরিচয়,
বিশ্বাসঘাতকতায় প্রাণের বন্ধুও শত্রু হয়।

************************
রচনাকাল: ২৭/০৯/২০২০খ্রিঃ
১৩ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১০ সফর ১৪৪২ হিজরি। কুমিল্লা।