বিপ্লব
মো: জাকির হোসেন জয়
লুটেরার দল লুট করেছে স্বপ্ন আমার,
বিপ্লব ছাড়া দেখি না তো আর গণতন্ত্র রক্ষার।
তোমরা আমার বন্ধু, তোমরা আমার ভাই,
সত্যি এবার গণতন্ত্র রক্ষা করা চাই।
গণতন্ত্রের পরশপাথর রক্ষা করো যদি,
সর্বত্র সুশাসন বিরাজ করবে নিরবধি।
স্বৈরচারী আর একনায়কী উৎখাতে,
বিপ্লবই পারে সমাজটাকে বদলাতে।
অধিকার হারা মানুষেরা সব- এক হও আজ,
কণ্ঠে তোল তব বিপ্লবের আওয়াজ।
###১০/০৪/২০১৭###