এক বসন্তে এসেছিল প্রেম,
চলে গেল আর এক বসন্তে।
একদিন এসেছিল সে,
হাজারো স্বপ্ন নিয়ে এ দু’টি চোখে।

আজ সে চলে গেল হায়-
হৃদয় ছিন্ন ভিন্ন করে,
যেন একটু আগে বয়ে যাওয়া
কাল বৈশাখীর ঝড়ে।

***************
রচনাকালঃ ২৮/০৯/২০০৯ খ্রিঃ
ঝাউতলা, কুমিল্লা।