তোমাকে ছাড়া বেঁচে থাকার ইচ্ছে নেই আর,
কলিজার ভিতর কষ্টের কালো দাগ কেউ নেই দেখার।
কষ্ট চেপে বুকে কী প্রয়োজন আমার বেঁচে থাকার,
মনের মানুষ হারিয়ে ফেলেছি আর কেউ নেই ভালবাসার।

এভাবে কষ্ট পেয়ে সারা জীবন বাঁচতে চাইনা আমি,
চিরতরে তোমার কাছেই নিয়ে চলো ওগো অন্তর্যামী।
যাকে ভালবেসে স্বপ্নের ঘর বেঁধেছিলাম এই বুকে,
কেনো কেড়ে নিয়ে অথৈ সাগরে ফেলে দিলে আমাকে।

প্রিয়তমা কত দিন তোমায় দেখিনা নয়ন ভরে,
আমায় ফেলে কোথায় হারিয়ে গেলে কোন সে দূরে।
প্রিয়জন ছাড়া বেঁচে থেকে আর লাভ কী বলো?
কার ভুলে আজ দু’টি পথ দু’দিকে গেলো।

মাধবী যদি কোনো ভোরে ঘুম ভেঙ্গে দেখা হয় তোমার,
ভালবেসে দু’হাত ভরে পুষ্পাঞ্জলি গ্রহণ করিও আবার।
তোমায় ছাড়া বেঁচে থাকা, নতুন করে স্বপ্ন দেখা, সম্ভব নয় আর,
এই হৃদয়ে যদি ফিরে আসো হাজার বছর বাঁচতে চাইবো আবার।
*******************************
রচনাকালঃ ১১/১০/২০২০খ্রি:
নায়কেরহাট, কচাকাটা, নাগেশ্বরী, কুড়িগ্রাম।