ব্যর্থ ভালবাসা
মোঃ জাকির হোসেন জয়
মাধবী…
সুনীল আকাশের দিকে চেয়ে চেয়ে তোমার কথা ভাবি,
ভালবেসে একদিন তুমি আমার ছিলে সবি।
আজ কোথায় হারিয়ে গেলে দূর অজানায়,
পাগল হয়ে খুঁজি শুধু হৃদয় আঙ্গিনায় ।
মায়াবতী...
আহা! ভুলিতে পারিনা আজো তোমার মায়া,
ভালবেসে হৃদয়ে ফেলেছ নিটোল প্রেমের ছায়া।
আমি পারিনি তোমায় হৃদয়ে ধরে রাখতে,
ব্যর্থ হয়েছ তুমিও আমার ভালবাসা বুঝতে।
লাবণ্য...
তোমায় বোঝাতে পারিনি আমার অসীম ভালবাসা,
জাগাতে পারিনি তোমার মনে প্রেম পিপাশা।
এখনো পারিনা ভুলিতে তব হাসি মাখা মুখ,
কল্পনায় হেরিলেও দূর হয়ে যায় শত দুখ।
চন্দ্রমুখী...
তোমার কথা মনে হলে দু’নয়নে অশ্রু ঝরে,
হৃদয়ের সবটুকু ভালবাসা সঞ্চিত এখনো তব তরে।
ভীষণভাবে তোমায় দেখতে ইচ্ছে করে আজ,
ভালবেসে তোমায় হারিয়ে ফেলেছি সকল লাজ।
অপরুপা...
হৃদয়ের বন্ধন ছিন্ন করে চলে গেলে দূরে,
অপেক্ষায় আছি তবু এলে না তো ফিরে।
হারিয়ে তোমায় জীবনে এলো ঘোর অমানিশা,
বুঝলাম শেষে ব্যর্থ আমার সবটুকু ভালবাসা।
************************
রচনাকাল: ১৫/০৯/২০২০খ্রিঃ,
৩১ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২৭ মহররম ১৪৪২ হিজরি। কুমিল্লা।