বার্ডে এক সাথে করি কাজ মোরা সহকর্মী,
সমস্যা সমাধানে আগুয়ান হই যেন নিবেদিত কর্মী।
জীবনের অনেকটা সময় নয়টা-পাঁচটা কাজ করে কেটে যায় এক সাথে,
দেখা হয়েছিল মোদের চাকুরীতে যোগদান হতে।
চাকুরীর আগে কখনও দেখা হয়নি তো মোদের,
এইখানে এখন আমরা সহকর্মী যাদের।
কর্তৃপক্ষের সন্তুষ্টিতে মোরা খুশী হই,
মান সম্মত সেবা দিতে মোরা সর্বদা সচেষ্ট রই।
কত ভালবাসা, কত বিশ্বাস, কত শ্রদ্ধা পরস্পরের প্রতি,
মোরা চাই না কখনও হোক মোদের দ্বারা কারো কোনো ক্ষতি।
এইখানে ছোট-বড় সহকর্মী যত ঘুচায়েছে বয়সের ব্যবধান,
সকলে দেশের তরে করে কাজ দেশ প্রেমই তাদের কাছে প্রধান।
সুন্দর জীবন প্রত্যাশী মোরা শত্রুতা নেই তো কারো সনে,
লিঙ্গ বৈষম্য নেই এখানে যার যা কাজ করি আপন মনে।
এই যে হৃদ্যতা, এই যে সহানুভূতি, বন্ধুত্বের শীতল পরশ,
একদিন বিদায় বেলা ছাড়িয়া যেতে হবে চির চেনা সকল প্রিয় মুখ
এবং এই অনিন্দ্য আরশ।
********************
রচনাকালঃ ০৭/০৭/২০২০খ্রি:, বার্ড, কোটবাড়ী, কুমিল্লা।