নৈসর্গিক সৌন্দর্য্যে সুশোভিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি,
লালমাই পাহাড়ের কোল ঘেঁষে শালবন বিহার তারি পাশে রয়েছি আমি।
কখনো যদি দেখতে আসো প্রকৃতির অপরূপ সৃষ্টি মাধবীলতা,
নীলাচল হিলে বসে প্রাণ খুলে বলবো জমানো অনেক কথা।

এখানে প্রকৃতি সবুজ ঘাসের গালিচা পেতে রেখেছে স্বাগত জানাতে তোমায়,
তুমি এলে ঘাস ফুলের পায়েল পড়াবো তোমার কোমল দু’টি পায়।

বসন্তে এখানে আগুন লাগে কৃষ্ণচূড়ার ডালে,
হরেক রকম ফুল দেখে হাসিতে টোল পড়বে তোমার গালে।
যদি আসো নীল শাড়ি পড়ে বন-বিথীকায় ঘুরবো দু’জন মনের সুখে,
ঐ কাজল কালো চোখ দেখে অপলক, থাকবে কী কোনো ভাষা আমার মুখে!

এখানকার সকালটা ভীষণ শান্ত ও স্নিগ্ধ হয়,
মৌমাছির গুঞ্জন, পাখির কলরবে মন যেন হারিয়ে যায়।
এখানে যদি আসো তুমি খুশিতে নেচে উঠবে আমার মন,
কথা দাও, দেখে যাবে তুমি আমার প্রিয় বার্ড অঙ্গন।

********************
রচনাকালঃ ০৯/০৭/২০২০খ্রি:, বার্ড, কোটবাড়ী, কুমিল্লা।