উজান হতে নেমে আসে প্রতি বছর অঢেল জলরাশি,
হাঁস-মুরগী, গরু-ছাগল নিয়ে মোরা বানের জলে ভাসি।
চারিদিকে অথৈ জল তবু বিশুদ্ধ জল পাওয়া দায়,
বানভাসি মানুষেরা বানের জলে আজ বড় অসহায়।

উনুনে তাদের জ্বলেনা আগুন হয় না কিছু রাঁধা,
পেটের ক্ষুধা মেটাতে তাদের হাজার রকম বাঁধা।
সম্বল যেটুক ছিল ওরে কেড়ে নিল সর্বনাশা বানে,
পেটের ভেতর ক্ষুধার জ্বালা কেউ কি তা জানে?

বন্যায় কাম-কাজ নেই বসে আছে শ্রমিকের দল,
অনাহারী সন্তানের কান্নায় তাদের চোখেও ঝরে বেদনার নোনাজল।
ছেড়ে মায়ার সংসার উচুঁ রাস্তায় ঠাঁই নিয়েছে অনেক পরিবার,
অসহায় বানভাসি মানুষের জন্য আজ ত্রাণ সহায়তা বড় দরকার।

চেয়ে দেখো পানির নিচে ক্ষেত-খামারি সবজি পাওয়াও দায়,
শুকনো খাবার খেয়ে বলো আর কতোদিন থাকা যায়।
বানের জলে ভাসে মানুষ কতো কষ্টে আহা!
ওদের তরে দান করে দাও পারো তুমি যাহা।

***************
রচনাকালঃ ২৫/০৭/২০২০, কুমিল্লা।