আত্মসমালোচনা
মোঃ জাকির হোসেন জয়
..............................
পরের সমালোচনার মাঝে ডুবে থাকি সবাই,
আত্মসমালোচনা কভু করিনা তো ভাই।
পরের ক্ষতির চিন্তা যারা করো অহর্নিশ,
অজান্তেই নিজের ক্ষতি করো জমিয়ে অন্তরে বিষ।
আত্মসমালোচনায় স্বীয় ত্রুটি-বিচ্যুতি খুঁজে পাওয়া,
ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে নিজেকে চিনে সঠিক পথে চলতে যাওয়া।
বৃত্তের বাইরে নিজেকে তুলে ধরো, স্বপ্ন পূরণে লেগে থাকো;
মানবতার কল্যাণে নিজেকে গড়িয়ে সকলকে সুপথে ডাকো।
উচ্চ জীবন গড়তে, সঠিক পথে চলতে, কেউ করবে না তোমায় মানা,
মানসিকভাবে প্রফুল্ল থাকতে এড়িয়ে চলো পরের সমালোচনা।
স্বীয় দোষ-ত্রুটি মনের শত কুপ্রবৃত্তি পরিত্যাগ করো,
বুদ্ধিদীপ্ত মানুষ হয়ে সমাজে সুখের জীবন গড়ো।
আত্মসমালোচনা জীবনের লক্ষ্যকে সর্বদা রাখে সজীব,
পরিশ্রমী হলে পার্থিব জীবনে অভীষ্ট লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে।
ইতিবাচক দৃষ্টিভঙ্গি করলে লালন সকল কাজে পাবে উদ্দীপনা,
প্রাণশক্তিতে বলিয়ান হলে তুমিই হবে পরের অনুপ্রেরণা।
আত্মসমালোচনার সুফল যায়না কভু বিফলে,
প্রতিদান পাবে পরিশুদ্ধ হয়ে সঠিক কর্ম করলে।
প্রতিহিংসায় ভরা অন্তরে অন্যের সমালোচনা করোনা ভাই,
স্বীয় ভুল-ত্রুটি নাশে আত্মসমালোচনার জয়গান গেয়ে যাই।
*****************************
রচনাকালঃ ০৯/০৯/২০২০ খ্রি:, কুমিল্লা।