হারিয়ে গিয়ে করেছো আমায় জীবন্ত লাশ,
মন থেকে মুছে ফেলতে পারিনি তাই ফেলি দীর্ঘশ্বাস।
কী প্রগাঢ় শ্রদ্ধা ও ভালবাসা ছিল তোমার প্রতি,
ভেঙ্গে সব বিশ্বাসের পাহাড় করেছো আমার অনেক ক্ষতি।
জেনেছি এখন তুমি আমায় ভুলে সুখেই আছো বেশ,
তোমার জন্য কেঁদে কেঁদে সবই আমার শেষ।
বেহিসেবী ভালবাসায় তুমি আমার কাছে ছিলে মানিক-রতন,
কী নিষ্ঠুর বাস্তবতা ভালবাসতে পারিনা কেই আর আগের মতন।
যতো দূরেই থাকো, ভাল থেকো আমার মাধবীলতা,
তোমার জন্য লিখলাম আজ আমার এই অসমাপ্ত প্রেমের কবিতা।
******************************
রচনাকালঃ০২/০৭/২০২০ খ্রি:
বার্ড, কোটবাড়ী, কুমিল্লা।