ওগো প্রেয়সী এসো শরতের শুভ্র সকালে,
আমাদের প্রেম তরী ভাসিয়ে দেই সুনীল সাগর জলে।

ওগো প্রেয়সী এসো অরণ্যে পড়ন্ত বেলায়
যেখানে পাখ-পাখালিরা প্রেমগীত গায়।

ওগো প্রেয়সী সবুজ ধানক্ষেতে চলে আয়,
যেখানে বাতাস এলোমেলো দোল খেয়ে যায়।

ওগো প্রেয়সী এসো নদীর বাঁকে,
যেখানে জলে জেলে মাছ ধরে ঝাঁকে ঝাঁকে।

ওগো প্রেয়সী এসো নির্জনে,
দু’টি মন প্রস্ফুটিত হয় যেখানে।

ওগো প্রেয়সী এসো বসন্ত বেলায়,
যখন তরু ভরপুর ফুলের মেলায়।

ওগো প্রেয়সী আমার এসো চাঁদনী রাতে,
যখন মন শুধু তোমাকেই চায় পেতে।

************************
রচনাকালঃ ০৬/০৬/২০০১ খ্রি:, খালিশপুর, খুলনা।